দেওয়ানগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। ১৫ আগস্ট সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, মডেল থানা, বীর মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন সামাজিক সংগঠন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রশিদ খরম, খাইরুল ইসলাম, রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুবক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাজাহান আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের শোক র‌্যালি। ছবি: বাংলারচিঠিডটকম

অপরদিকে সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।