দেওয়ানগঞ্জে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

পাররামরামপুর ইউনিয়নে অসহায়দের চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া জে. কে। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফের চাল পাচ্ছে ৪৫ হাজার ৫৯২ পরিবার।

২৫ জুন সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া জে. কে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়নে ৪৫ হাজার ৫৯২ পরিবারদের জন্য প্রতি কার্ডধারী ১০ কেজি হিসাবে ৪৫৫.৯২০ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা জানান, ঈদুল আজহায় উপজেলার ৮টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের ভিজিএফের চাল বিতরণ অব্যাহত রয়েছে। ভিজিএফের চাল সঠিকভাবে বিতরণের জন্য ইউপি চেয়ারম্যানদের নিদের্শ দেওয়া হয়েছে।

চাল বিতরণে উপস্থিত ছিলেন, সংযুক্ত কর্মকর্তা ফিরুজ মিয়া, ইউপি সদস্য আনাম মিয়া, আমেজ আলী, ওমর ফারুক, বাদশাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।