দামেস্কে গাড়ি বোমা হামলা

বাংলারচিঠিডটকম ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে ২ এপ্রিল সন্ধ্যায় বোমা হামলা চালানো হয়েছে।

এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এছাড়া এ হামলার দায় কেউ স্বীকারও করেনি।

পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, বেসরকারি একটি গাড়িতে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। গাড়িটি পুড়ে গেছে। কিন্তু হতাহতের কোন ঘটনা ঘটেনি।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এ বিস্ফোরণে দু’ব্যক্তি সামান্য আহত হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

সিরিয়ার রাজধানীতে এ ধরনের গাড়ি বোমা বিস্ফোরণ খুবই ব্যতিক্রমী ঘটনা। এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

জাতিসংঘ সদরদপ্তরসহ কয়েকটি দূতাবাসের অবস্থানের কাছে এ বিস্ফোরণ ঘটানো হয়।

সিরিয়ায় ইসরাইলের একের পর এক হামলার মধ্যেই এ গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হলো।