ইসলামপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মোনাজাতে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের ভাটিপাড়া মুক্তিযুদ্ধ অস্থায়ী ক্যাম্পে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি।

৫ ফেব্রুয়ারি বিকালে সিরাজাবাদ ভাটিপাড়া প্রতিমন্ত্রী দানকৃত জমিতে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান রুমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান আলী মন্ডল, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান খান মাছুম, উপজেলা প্রকৌশলী আমিনুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মিত হবে।