ইসলামপুরে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপণ

রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

১ ফেব্রুয়ারি ইসলামপুর সদর ইউনিয়নের শংকপুর গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক হারুন অর রশীদ ও সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন। উদ্বোধন অনুষ্ঠানের পরিচালনা করেন ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রেজুয়ান।