জামালপুর সদরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর সদর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।

সকালে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন অডিটোরিয়ামের উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মো. হাবিব প্রমুখ। পরে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃদ। দিনব্যাপী এ মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ২১টি স্টল স্থান পেয়েছে।