জামালপুরে বিদ্যালয় পর্যায়ে মাদকবিরোধী সভা

জামালপুরে মাদকবিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এই স্লোগান সামনে রেখে ২৪ জুলাই জামালপুর পৌরসভাধীন রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ে মাদকদ্রব্যের রোধকল্পে শিক্ষার্থীদের সাথে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।

ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম। দুই শতাধিক ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন, জ্যেষ্ঠ শিক্ষক মো. হাবিব উল্ল্যাহ, শামীমা আক্তার, সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আব্দুল মমিন।

জামালপুরে মাদকবিরোধী আলোচনা সভা শেষে শপথবাক্য পাঠ করানো হয়।ছবি: বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু তার প্রচলিত ধারার বক্তব্যের বিপরীতে শিক্ষার্থীদের সাথে প্রশ্ন উত্তরের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে ব্যতিক্রমী আলোচনা করেন। পাশাপাশি অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে যে সকল বিষয়গুলো উত্থাপন করেছেন তা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কতটা মনে আছে তা একে একে জানতে চান। এক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা অধিক মনোযোগীর প্রমাণ দেন।

আলোচনা সভা শেষে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে স্কেল ও জ্যামেতি বক্স উপহার দেওয়া হয়।

উল্লেখ জেলা মাদক প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয় পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ২৪ জুলাই থেকে কাজ শুরু হয়। আলোচনা সভাটি উপস্থিত সকলের কাছে উপভোগ্য হয়ে উঠে। পরে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।