উপজেলা নির্বাচন উৎসবমুখর দেখতে চাই : প্রধানমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক :

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন উপজেলা নির্বাচন উৎসবমুখর দেখতে চাই। দলের কেউ যেন কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে, আমি সে নির্দেশনাই দিয়েছি, দিচ্ছি। ৪ মে রাতে গণভবনে আয়োজিত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনকে প্রভাবমুক্ত রেখে দ্বাদশ জাতীয় নির্বাচনের মতো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক।

সে ক্ষেত্রে যারাই জিতে আসে আসুক, মানুষ যাকে চাইবে, সে-ই বিজয়ী হয়ে আসবে। একইভাবে ঝিনাইদহ-১ উপনির্বাচনও অবাধ, সুষ্ঠু করার ক্ষেত্রে দলের পক্ষ থেকে আন্তরিকভাবে সবাইকে কাজ করারও আহ্বান জানান তিনি।

এদিকে আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী মো. নায়েব আলী জোয়াদ্দার। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য। গতকাল মনোনয়ন বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে মনোনয়ন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

বৈঠকে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মনোনয়ন বোর্ডের সভা শেষে নায়েব আলীকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ওবায়দুল কাদের।