বকশীগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে স্বাস্থ্য সহকারী নিহত

প্রতীকী ছবি

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফজলুল হক (৫০) নামে এক স্বাস্থ্য সহকারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার ছেলে শান্ত গুরুত্বর আহত হয়েছে।

৮ জুলাই বেলা ১১টার দিকে হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। নিহত ফজলুল হক বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে ও বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাট্টাজোড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী হিসাবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, নিজবাড়ী চন্দ্রাবাজ থেকে বকশীগঞ্জ আসার পথে উপজেলা পরিষদের সামনে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ হলে গুরুতর আহত হন ফজলুল হক ও তার ছেলে শান্ত ।

পরে দ্রুত বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজের স্থানান্তর করা হলে পথেই মারা যান ফজলুল হক।

বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।