ইসলামপুরে আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

সভায় বক্তব্য দেন জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি:বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে ৭ জুন বিকালের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান এতে সভাপতিত্ব করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। তিনি বলেন, নির্দেশনা অনুযায়ী নির্বাচন সুস্থ সুন্দর শান্তিপূর্ণভাবে হবে। নির্বাচনে যদি কেউ পেশীশক্তি বা অসহনীয় চিন্তা করে থাকে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলে নির্বাচনের আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলার বিষয় মাথায় রেখে নির্বাচনী প্রচারণা করার নির্দেশ দেন।

সভায় বিশেষ অতিথি বক্তব্য দেন জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা হাকিম আব্দুল্লাহ আল মামুন বাবু, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান।

সভায় ৬টি ইউনিয়নের সকল প্রার্থীরা অংশ নেন।