দেওয়ানগঞ্জে শিখন বিদ্যালয় উদ্বোধন

দেওয়ানগঞ্জ শিখন বিদ্যালয় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রোগ্রাম আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) কার্যক্রমের শিখন বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। ১৫ ডিসেম্বর সকালে উপজেলা খড়মা ভাটিপাড়া মুক্তা আক্তারের বাড়িতে এ বিদ্যালয় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা।

দেওয়ানগঞ্জ শিখন বিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা। ছবি: বাংলারচিঠিডটকম

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জামালপুরের সহকারী পরিচালক সাইফুজ্জামান পলাশ, সৃজনশীল মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহিনা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী উজ্জল, জামিরাকান্দা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় উপজেলার ৭০টি শিখন বিদ্যালয়ে ঝড়ে পড়া শিক্ষার্থীদের পাঠদান করা হবে।