শেরপুরে বন্য হাতি হত্যাকারিদের শাস্তি চাইল সেভ দ্যা ন্যাচার

শেরপুরে বন্য হাতি হত্যাকারিদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে সমাবেশ করে সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: ‘বন্যপ্রাণীর প্রতি সহিংসতা রুখো’ এ শ্লোগানে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতীতে বন্য হাতি হত্যাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে সমাবেশ করেছে সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ নামে একটি সংগঠন। ১২ নভেম্বর দুপুরে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ দিন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি গোলাম কবির লিটনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান আ. ন. ম. মোয়াজ্জেম হোসেন, এশিয়ার অন্যতম ওয়াইল্ড লাইফ রেসকিউয়ার এন্ড ফটোগ্রাফার আদনান আজাদ আসিফ, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামসহ অনেকেই।

এ সময় বক্তারা বনবিভাগের কর্মীদের প্রতি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে বলেন, তাদের গাফিলতির কারণেই এ অঞ্চলে প্রতিনিয়ত বন্য হাতি মারা যাচ্ছে। এর প্রমাণ অতি সম্প্রতি শ্রীবরদীতে পরিকল্পিতভাবে হাতি হত্যার ঘটনা।

এছাড়া বন আইন বাস্তবায়নের মাধ্যমে শেরপুরসহ সারা দেশে পরিকল্পিতভাবে অন্যান্য বন্যপ্রাণীসহ হাতি হত্যাকারিদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।