এখনি সব শেষ হয়ে যায়নি : কোহলি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের পর গতরাতে নিউজিল্যান্ডের কাছেও হারে ভারত। কিউইদের কাছে ৮ উইকেটের হারে টিম ইন্ডিয়া। আর পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিলো ভারত। টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনালের পথ কঠিন হয়ে পড়েছে ভারতের।

নিউজিল্যান্ডের কাছে হারের কারণ হিসেবে ভারতের অধিনায়ক জানান, ব্যাট-বল হাতে সহসী ছিলো না ভারত।

ম্যাচ শেষে কোহলি বলেন, ‘অদ্ভুত লাগছে। ব্যাট বা বল কোনটাতেই আমরা সাহসী ছিলাম না। মাঠের নামার পর থেকেই আমাদের মধ্যে সাহসের অভাব লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে নিউজিল্যান্ড আমাদের থেকে অনেক এগিয়ে ছিল। প্রথম ওভার থেকে তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করে এবং সেটি ধরেও রেখেছে । ব্যাটিংয়ের সময়ও কেমন যেন দ্বিধাগ্রস্থ ছিলাম আমরা।’

ব্যাটারদের পারফরমেন্সে হতাশ কোহলি বলেন, ‘ব্যাটিংয়ে প্রতিবারই বড় শটের চেষ্টা করে আমরা উইকেট হারিয়েছি। টি-টোয়েন্টি ক্রিকেটে সেটা হতেই পারে। কিন্তু এখানে সম্ভবত ব্যাট হাতে মনে সংশয় ছিলো ব্যাটারদের। বড় শটে যাওয়া

ভারত কি প্রত্যাশার চাপ কি নিতে পারছে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোহলি বলেন, ‘ভারতের হয়ে খেলতে নামলে প্রত্যাশা থাকবেই। চাপও নিতে হবে। তাই যে ম্যাচেই আমরা মাঠে নামবো, চাপ সামলাতেই হবে। ভারতের হয়ে খেলতে গেলে এই চাপের সাথে নিজেদের মানিয়ে নিতে হবে। দল হিসেবে ঐক্যবদ্ধ হলে এই চাপ কাটিয়ে ওঠা সম্ভব, যেটা আমরা গত দু’ম্যাচে করতে পারিনি।’

অনেক ‘যদি’ উপর নির্ভর করছে ভারতের সেমিফাইনাল ভাগ্য। কিন্তু এখনই সব শেষ হয়েছে বলে মনে করেন না কোহলি। তিনি বলেন, ‘মনে হয় এখনও সব ঠিকই আছে। এখনই সব শেষ হয়ে যায়নি। এখনও অনেক ক্রিকেট খেলা বাকি রয়েছে। আমাদের ঘুড়ে দাঁড়াতে হবে।’

গ্রুপ পর্বে ভারতের পরের তিন ম্যাচ আফগানিস্তান-স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে। সেমিতে খেলতে হলে, এই তিন ম্যাচে জিততেই হবে, সেই সাথে আফগানিস্তান-নিউজিল্যান্ডের হারের অপেক্ষা করতে হবে।