
সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে নিয়ে জামাত-বিএনপি’র কটুক্তির প্রতিবাদে ২৫ অক্টোবর বিকেলে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নানা পেশাজীবী ও জনতা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এ উপলক্ষে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নানা সড়ক প্রদক্ষিণ শেষে শিমলাবাজারের বঙ্গবন্ধু চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।
মিছিলে দলীয় নেতাকের্মীসহ নানা পেশাজীবীর মানুষ অংশ নেন।
সমাবেশে সাবেক কাউন্সিলর কালাচাঁদ পাল, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম মানিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, যুবলীগ নেতা হাবিবুর রহমান মানিক, ছাত্রলীগ নেতা শরিফ আহমেদ নিরব প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল রতন, খলিলুর রহমান খলিল, সামিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।