সরিষাবাড়ীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের পুলিশ সুপারের আর্থিক সহায়তা

সরিষাবাড়ীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের আর্থিক সহায়তা করেন পুলিশ সুপার নাছির উদ্দিন। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তৃতীয় লিঙ্গের অসহায় ২৫ ব্যক্তিকে আর্থিক অনুদান দিয়েছেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন। ১২ অক্টোবর বিকালে সরিষাবাড়ী থানায় উপজেলায় বসবাসরত ২৫ ব্যক্তিকে নিজ তহবিল থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।

পুলিশ সুপার নাছির উদ্দিন বলেন, বৈশ্বিক চলমান করোনাকালে দীর্ঘদিন যাবৎ মানুষ ঘরবন্দী ছিলেন। সরকার নিম্নআয়ের মানুষদের সহায়তা দিচ্ছে। তারই ধারাবাহিকতায় সরিষাবাড়ী উপজেলাতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে নিজ তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়া।

পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার নাছির উদ্দিন। ছবি: বাংলারচিঠিডটকম

অপরদিকে সন্ধ্যায় পুলিশ সুপার উপজেলার পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। এসময় তিনি করোনাকালে স্বাস্থ্যবিধি নির্দেশনা যথাযথভাবে পালনসহ আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জামালপুর জেলার সহকারী পুলিশ সুপার জাকির হোসেন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক, ওসি তদন্ত আব্দুল মজিদ, সরিষাবাড়ী পৌরসভার কাউন্সিল সাখাওয়াতুল আলম মুকুল প্রমুখ।