সরিষাবাড়ীতে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

সরিষাবাড়ীতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক তিন মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। ২০ সেপ্টেম্বর দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।

আটক মাদক কারবারিরা হলেন- পৌরসভার বাউসি এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৩৫), একই এলাকার মৃত আহালু মিয়ার ছেলে আব্দুল মালেক (২৮) ও গোপালগঞ্জ জেলার মুন্সী নারায়ণপুর গ্রামের মৃত রাশেদ মোল্লার ছেলে মফিজ উদ্দিন (৩০)।

মামলা সূত্রে জানা যায়, পুলিশের হাতে আটক ৩ মাদক কারবারি উপজেলার বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। ১৯ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজার এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদে পুলিশ অভিযান চালায়। এসময় সন্দেহ হলে পুলিশ তাদের শরীর তল্লাশি করে তিনজনের কাছে থাকা ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে থানায় নেয় পুলিশ।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে। পরে আজ সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আটক বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।