দেওয়ানগঞ্জ মডেল থানার নতুন ভবনে কার্যক্রম শুরু

দেওয়ানগঞ্জ মডেল থানার নতুন ভবন। ছবি: বাংলারচিঠিডটকম

মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার নবনির্মিত ৫ তলা ভবনে কার্যক্রম শুরু করা হয়েছে। ২০১৮ সালে অতিরিক্ত আইজিপি (এ্যাডমিন) মোখলেসুর রহমান মডেল থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। নির্ধারিত সময়ে ভবনের কাজ শেষ হয়। করোনার কারণে আনুষ্ঠানিক উদ্বোধন হয় নি। ১৮ জুন স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ীসহ পুলিশ সদস্যদের উপস্থিতিতে নতুন ভবনে থানার কার্যক্রম শুরু করা হয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান রাসেল, সহকারী পুলিশ সুপার, ইসলামপুর সার্কেল সুমন ইসলাম, ওসি মুহাম্মদ মহব্বত কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, শ্রেষ্ঠ করদাতা শ্যামল সাহা, প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, চেয়ারম্যান মমতাজ উদ্দিন ও সেলিম খান, দুপ্রক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ প্রমুখ।