দেওয়ানগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীতে শ্রেষ্ঠ খামারিদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা। ছবি : বাংলারচিঠিডটকম

মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ৫ জুন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার গোহাটি মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও শ্রেষ্ঠ খামারিদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। ৫০ জন খামারি প্রদর্শনীতে অংশ নেন।

প্রদর্শনী উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে ভেটেনারি সার্জন ডা. আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইয়ানুছ আলী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসান হাবীব, কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, প্রেসক্লাব ও দুপ্রকের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, চেয়ারম্যান সেলিম খান, খামারি আনিছুল হক লেবু প্রমুখ।