বকশীগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কমিউনিটি সচেতনতামূলক আলোচনা সভা

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কমিউনিটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউএনএফপিএ বাংলাদেশ এর সহযোগিতায় এবং বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ২২ মার্চ বিকালে থানা কম্পাউন্ডে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সীমা রানী সরকার।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাটের সঞ্চালনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) রাকিবুল হাসান রাসেলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, নারী ইউপি সদস্য নুরজাহান বেগম অঞ্জলী প্রমুখ।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন ও নারী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।