সরিষাবাড়ীতে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বামী পলাতক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তৃষা খাতুন (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামে ওই নারী মারা যান।

১২ মার্চ সন্ধ্যায় স্বামীর ঘর থেকে ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তৃষা খাতুন ওই গ্রামের শাহা আলমের স্ত্রী। এ ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে সরিষাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক শাহাদত হোসেন জানান, একবছর আগে শুয়াকৈর গ্রামের রহিম উদ্দিনের ছেলে শাহা আলমের সাথে একই উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা গ্রামের রেজাউল মণ্ডলের মেয়ে তৃষা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

১২ মার্চ দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন শাহা আলমের বসতঘরের ধর্ণার সাথে তার স্ত্রী তৃষা খাতুনকে ফাঁসিতে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান। এ ঘটনার পর থেকেই নিহতের স্বামীসহ শশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।