মাদারগঞ্জে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন

মাদারগঞ্জে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম রেজাউল করিম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এম সুজন, সিনিয়র স্টাফ নার্স রোজিনা বেগম প্রমুখ ।

প্রথম টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ছোবায়ের হোসেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কোভিড-১৯ ভ্যাকসিনের ৮২৮টি ভায়াল পেয়েছি। প্রতি ভায়ালে ১০ জন ব্যক্তি টিকা নিতে পারবেন। এ টিকার প্রথম ডোজ যারা নিবে তাদের দ্বিতীয় ডোজ একমাস পর পুনরায় নিতে হবে। প্রথম দিনে তিনজন এই টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।