শেরপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় তাইয়িব হাসান নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৯ অক্টোবর সকালে উপজেলার মরিচপুরাণ ইউপির গোজাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

থানার পুলিশের ওসি জানান, গতকাল রাতে গোজাকুড়া এলাকার ট্রাক চালক ইমদাদুল হক স্থানীয় কাজল মাস্টারের বাড়ির উঠানে ট্রাক রেখে যায়। ৯ অক্টোবর সকালে ওই চালক ট্রাক নিয়ে সড়কে উঠতে গেলে আগে থেকে ট্রাকের চাকার কাছে বসে খেলাধুলারত শিশু তাইয়িব চাপা পড়ে তার মাথা থেতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বাল্যবিয়ে নিবন্ধন করে বিপাকে দুই কাজী!

sarkar furniture Ad
Green House Ad