জিঞ্জিরাম নদীর ভাঙ্গনে সানন্দবাড়ী সেতু হুমকির মুখে

জিঞ্জিরাম নদীর ভাঙ্গন। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের জিঞ্জিরাম নদীর ভাঙ্গনে সানন্দবাড়ী সেতুটি আজ হুমকির মুখে। জিঞ্জিরাম নদীর পানি কমতে থাকায় স্রোতের বেগ বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গন জোরদার হচ্ছে।

সানন্দবাড়ী সেতুর দক্ষিণ পূর্ব পাশে গত দুই বছর পূর্বে বন্যার সময় ১০০ গজের মধ্যে পাইলিং ধসে যায়। এতে সানন্দবাড়ী সেতু ঝুঁকির মধ্যে পড়ে।

চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ সাংবাদিকদের জানান, জিঞ্জিরাম নদীর ভাঙ্গনের খবর পেয়ে আমি দ্রুত সেখানে গিয়ে পরিদর্শন করি এবং পানি উন্নয়ন বোর্ডসহ সবার সাথে যোগাযোগ করি । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখে যায় কিন্তু কোন ব্যবস্থা নেয় নাই। বন্যার পর এভাবে কেউ খোঁজ খবর নেয় না। মাসখানেক আগে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ভাঙ্গন দেখে গেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি।

তিনি আরও জানান, বর্তমানে জিঞ্জিরাম নদীর পানি কমতে থাকায় ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। যেভাবে ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে তাতে সানন্দবাড়ী সেতুটি হুমকির মুখে পড়েছে। জরুরী ভিত্তিতে বালির বস্তা ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম জানান, গত দুই বছর আগে ১০০ গজের মধ্যে পাইলিং ধসে গেছে। এখন পর্যন্ত সেটা মেরামত করা হয়নি। ধসে যাওয়া স্থানে বিশাল গর্ত হয়েছে। ভাঙ্গন অব্যাহত রয়েছে। ভাঙ্গন রোধ করার জন্য, দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে জোর দাবি জানাচ্ছি।

সেফটি পাইলিং ধসে ২০ মিনিটের ভাঙ্গনে বিশাল গর্ত হয়েছে। ভাঙ্গনের ভয়ে আশপাশে বাড়িঘর দ্রুত সরিয়ে নিচ্ছে। এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে সানন্দবাড়ী সেতুর মারাত্মক ক্ষতি হবে। ভাঙ্গন রোধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর দাবি জানিয়েছে।