সরিষাবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, নারীসহ আহত ৪

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বজ্রপাতে বাবর আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১ সেপ্টেম্বর সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবর আলী ওই ইউনিয়নের ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের জালাল সোনারুর ছেলে। এছাড়াও বজ্রপাতে উপজেলার পৃথক স্থানে এক নারীসহ চারজন আহত হয়েছে। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতপোয়া ইউনিয়নের চেযারম্যান আবু তাহের এ প্রতিবেদককে জানান, ১ সেপ্টেম্বর সকালে কৃষি জমিতে কাজ করতে যান বাবর আলী। বৃষ্টি শুরুর হলে পাশেই এক সেচ ঘরে আশ্রয় নেয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি। স্থানীয়া উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহমিদা তীথি তাকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন, উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে জহুরুল ইসলাম (৩৫), চর রৌহা গ্রামের আব্দুল মুন্সীর ছেলে লিয়াকত আলী (৬০), আদ্রা গ্রামের দুলাল উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম (৬০) ডোয়াইল ইউনিয়নের ডিগ্রীবন্ধ গ্রামের বেলাল মিয়ার ছেলে আব্দুল হাকি (৪৫)।