কেউ না খেয়ে থাকবে না, ঈদের দিনেও খাবার নিয়ে এসেছি : তথ্য প্রতিমন্ত্রী

খাবার বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি বলেন, করোনা মহামারি ও বন্যাসহ কোন প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের মানুষ কেউ না খেয়ে থাকবে না। ঈদের দিনেও ঈদ আনন্দ ভাগাভাগি করা জন্য আপনাদের মাঝে রান্না করা খাবার নিয়ে এসেছি।

১ আগস্ট ঈদের দিন বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পৌরসভার কামরাবাদ এলাকায় ১ হাজার বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ কালে এসব কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যেকোন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে ছিল আছে এবং থাকবে। বন্যায় যাদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সকলকে সহযোগিতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন। আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাস করে। চার দফা বন্যায় মানুষ সর্বশান্ত। ঈদের দিনেও আপনাদের সেবক হিসবে রান্না করা খাবার নিয়ে এসেছি। সকল সুখে দুঃখে বাকী জীবন যেন আপনাদের সেবক হয়েই পাশে থাকতে পারি।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এম এ লতিফ, মনির উদ্দিন, যুগ্ম সম্পাদক এম এ গণি, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, যুবলীগের সাবেক সভাপতি মন্টু লাল তেওয়ারি, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মুনজুরুল ইসলাম বিদ্যুৎ, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল, ছাত্রলীগ নেতা শরিফ আহমেদ নিরবসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণির পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।