দেওয়ানগঞ্জে বন্যার্তদের খিচুড়ি খাওয়ালেন মহিলা ভাইস চেয়ারম্যান

নৌকা দিয়ে খিচুড়ি বিতরণ করেন মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বানভাসি ও যমুনাতীরবর্তী পানিবন্দি মানুষের মাঝে নিজ হাতে রান্না করা খিচুড়ি বিতরণ করেছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি। তিনি ২৭ জুলাই দুপুরে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের বালু গ্রাম, চর হলকার চর, যমুনা তীরবর্তী পানিবন্দিদের মাঝে খিচুড়ি বিতরণ করেন।

তাছলিমা আক্তার লিপি জানান, দেশে করোনা মহামারীতে অল্প আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে অপর দিকে বন্যায় দরিদ্র পরিবার পানিবন্দি হয়ে রান্না করতে না পেরে অনাহারে দিন কাটাচ্ছে। তাদের কথা ভেবে নিজ অর্থায়নে চাল, ডাল ও মাংস মিলিয়ে খিচুড়ি রান্না করে তাদের  বিতরণ করা হলো।

এসময় উপস্থিত ছিলেন চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যন রাশেদ্দুজ্জামান সেলিম খান, ছাত্রলীগনেতা মানিক উল্লা মানিকসহ ইউপি সদস্যবৃন্দ।