বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় কোভিড-১৯ দুর্যোগে মানুষকে সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার বিতরণ করা হয়েছে।
বগারচর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ২২ এপ্রিল দিনব্যাপী বিভিন্ন স্থানে ৬১৭ জনের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করেন বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু।
এ সময় উপজেলা ভেটেরিনারী সার্জন চিকিৎসক শিহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।