ইসলামপুরে করোনাভাইরাস প্রতিরোধে এমপির সচেতনতামূলক প্রচার

ইসলামপুরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসনের পক্ষে মাইকিং এবং হাট-বাজারে জীবাণুনাশক পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়াও স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল বিভিন্ন ইউনিয়নে নিজেই মাইকে সচেতনতামূলক বার্তা প্রচার করছেন।

দোকানপাট বন্ধ রাখা, সমাগম এড়িয়ে চলতে, ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করে প্রয়োজন ব্যতিত অহেতূক বাজারে এসে বসে না থাকার অনুরোধ জানান তিনি।

৩১ মার্চ তিনি উপজেলার গোয়ালের চর, গাইবান্ধা ও চর গোয়ালীনি ইউনিয়নের এই কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি কর্মহীনদের মাঝে ত্রাণও বিতরণ করা হয়।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মজিবুর রহমান শাজাহান, পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক আবু তাহের, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।