বকশীগঞ্জে সামাজিক দূরত্বের জন্য ব্র্যাকের বৃত্ত অঙ্কন

বকশীগঞ্জে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ব্র্যাকের উদ্যোগে কাঁচা বাজারে বৃত্ত অঙ্কন করে দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ রোধে বেসরকারি সংস্থা ব্র্যাক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। মাইক এর মাধ্যমে প্রচারণা, প্রচারপত্র বিতরণসহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কাজ করে যাচ্ছেন ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

২৯ মার্চ সকাল ১০টায় ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কার্যালয়ের উদ্যোগে পৌর শহরের কাঁচা বাজারসহ মুদি দোকানের সামনে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য তিন ফুট পর পর বৃত্ত অঙ্কন করে দেওয়া হয়েছে।

মানুষ যেন ন্যূনতম দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন একই সঙ্গে স্বাস্থ্য বিধি মেনে চলেন সেই কারণে প্রতিটি দোকানের সামনে এই ধরনের বৃত্ত অঙ্কন করা হয়েছে।

বৃত্ত অঙ্কনের সময় ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কার্যালয়ের এলাকা ব্যবস্থাপক (দাবি) আমজাদ হোসেন জানান, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (প্রগতি) জোনায়েদ হোসেন, শাখা ব্যবস্থাপক (দাবি) মজিবর রহমান, ইউপিজির শাখা ব্যবস্থাপক সুরাইয়া খাতুনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।