জীবাণুনাশক ছিটাচ্ছে জামালপুর জেলা ছাত্রদল

জামালপুর শহরের বিভিন্ন স্থানে জীবনাণুনাশক ছিটায় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস সংক্রমণ রোধে জামালপুর পৌর এলাকায় জীবাণুনাশক ছিটানো শুরু করেছে জেলা ছাত্রদল। ২৯ মার্চ দুপুরে পীঠে স্প্রে-মেশিন বেঁধে শহরের মেডিক্যাল রোডে জীবাণুনাশক ছিটিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

পরে বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে নিয়ে ছয়টি স্পে-মেশিনে শহরের তমালতলা মোড় হয়ে সকাল বাজার পর্যন্ত প্রধান সড়কে জীবাণুনাশক ছিটান। তারা সড়কের দুপাশে বন্ধ থাকা দোকানপাটের সামনে ও শাটারেও জীবাণুনাশক ছিটান। এছাড়াও ছাত্রদলের নেতা-কর্মীরা দিনব্যাপী শহরের পুরাতন বাসস্ট্যান্ড, কাছারিপাড়াসহ শহরের বিভিন্ন সড়কে, অলিগলিতে ও বাসাবাড়ির সামনে জীবাণুনাশক ছিটানোর পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

জেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা খান, সহ-সভাপতি মোশারফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ওমরুজ্জামান চৌধুরী দর্শন, যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন, ছাত্রদল নেতা ইমরান কায়সার, জাকির হোসেন জনি, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক ও সজিব হাসান ডোনাসহ বেশ কয়েকজন নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

জেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা খান এ প্রতিনিধিকে জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে জেলা ছাত্রদলের উদ্যোগে পর্যায়ক্রমে জামালপুর পৌরসভার বিভিন্ন স্থানে রাস্তা, দোকানপাট ও বাসাবাড়ির সামনে জীবাণুনাশক ছিটানো কার্যক্রম অব্যাহত থাকবে।