মেলান্দহে সরকারি প্রণোদনা বিতরণ

কর্মহীন নিম্ন আয়ের মানুষদের মাঝে প্রণোদনা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিন। ছবি : বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় করোনা সংকটের কারণে কর্মহীন নিম্ন আয়ের মানুষদের মাঝে সরকার ঘোষিত প্রণোদনা বিতরণ শুরু হয়েছে।

২৯ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন দুটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ২ হাজার ৮২৬টি পরিবারের মাঝে ১০ মেট্রিক টন চালসহ ডাল ও হাত ধোয়ার সাবান বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন জানান, জনসমাগম এড়াতে বাড়িবাড়ি গিয়ে প্রতিটি সুবিধাভোগী পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট প্রদান করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, এক কেজি ডাল ও একটি করে হাতধোয়ার জন্য সাবান দেওয়া হয়।

এসব খাদ্যসামগ্রী বিতরণকালে সংশ্লিষ্ট ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিতরণ কাজে সার্বক্ষণিক সহযোগিতা করে মেলান্দহ উপজেলার মুক্ত স্কাউট দল।