শেরপুরে সেনাবাহিনী মাঠে নামছে ২৫ মার্চ

শেরপুরে ২৫ মার্চ থেকে সেনাবাহিনী মাঠে নামছে। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে ও মাঠ পর্যায়ে প্রশাসনকে সহযোগিতা করতে শেরপুরে সেনাবাহিনী মাঠে নামছে ২৫ মার্চ। ২৪ মার্চ বিকালে সেনাবাহিনীর প্রতিনিধির সাথে বৈঠক করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা হাকিম নমিতা দে। তিনি আরো জানান, ২৫ মার্চ থেকে জেলা প্রশাসনকে সহায়তা করার জন্য ১০০ জন সেনা সদস্য মাঠে নামবেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ টি এম জিয়াউল ইসলাম, সিভিল সার্জন চিকিৎসক এ কে এম আব্দুর রউফ, সেনাবাহিনীর প্রতিনিধি মেজর তৌফিকসহ জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা।