করোনা প্রতিরোধে জামালপুর যৌনপল্লীতে উন্নয়ন সংঘের হাত ধোয়া কার্যক্রম

জামালপুর যৌনপল্লীতে উন্নয়ন সংঘের হাত ধোয়া কার্যক্রম পরিচালনা ও সাবান বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে জামালপুরে যৌনপল্লী সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার পর স্থানীয় বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ যৌনকর্মীদের মাঝে হাত ধোয়া কার্যক্রম ও সাবান বিতরণ করেছে। ২৩ মার্চ দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত যৌনপল্লীর প্রতিটি বাড়ির সামনে হাত ধোয়া প্রদর্শনী করেছে সংস্থার কর্মীরা।

উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম জানান, করোনা ভাইরাস প্রতিরোধের অন্যতম উপায় বার বার হাত ধোয়া অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে সংস্থা এই উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান জেলাব্যাপী উন্নয়ন সংঘ করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

জামালপুর যৌনপল্লীতে উন্নয়ন সংঘের হাত ধোয়া কার্যক্রম পরিচালনা ও সাবান বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম
জামালপুর যৌনপল্লীতে উন্নয়ন সংঘের হাত ধোয়া কার্যক্রম পরিচালনা ও সাবান বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সাবান বিতরণকালে অন্যান্যের মঝে উপস্থিত ছিলেন শহরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল হোসেন, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি নারায়ণ চন্দ্র দাস, পরিচালক অর্থ ও প্রশাসন জিয়াউর রহমান, হিসাব কর্মকর্তা মাজহার হোসেন, ফেরদৌস আলম প্রমুখ।

সংস্থার কর্মীরা যৌনপল্লীর প্রতিটি বাড়ির সামনে গিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল হাতে হাতে শেখান। এ ব্যাপারে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। যৌনপল্লীর নিবাসীরা এ ধরনের উদ্যোগের প্রশংসা করেছে।