ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মেষ্টায় প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় জামালপুর সদর উপজেলার আব্দুল হামিদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। জামালপুর সদর উপজেলা শিক্ষকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

২১ জানুয়ারি দুপুরে উপজেলার মেষ্টা ইউনিয়নের উত্তরপাড়া বায়েনবাড়ী ঘাট এলাকায় বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার সরকার, হাজেরা নুরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ, মেষ্টা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ ও আব্দুল হামিদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক চান প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী শামছুল হক বিদ্যালয় মাঠে মাদক বিক্রি করে আসছিল। একই সঙ্গে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ওই মাঠে মাদক সেবনের আড্ডা বসিয়ে রাখতো। মাদক বিক্রির প্রতিবাদ করায় তিনি প্রধান শিক্ষকের ওপর হামলা চালায়। হামলাকারী মাদক ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তি ও এলাকা থেকে তাকে বিতাড়িত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, ঘটনার পর খবর পেয়ে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা আসলেও এখনো ওই মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়নি। দ্রুত সময়ের মধ্যে ওই হামলাকারী শামছুল হককে গ্রেপ্তারের দাবি জানান তারা। অন্যথায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেষ্টায় প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ১০:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় জামালপুর সদর উপজেলার আব্দুল হামিদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। জামালপুর সদর উপজেলা শিক্ষকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

২১ জানুয়ারি দুপুরে উপজেলার মেষ্টা ইউনিয়নের উত্তরপাড়া বায়েনবাড়ী ঘাট এলাকায় বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার সরকার, হাজেরা নুরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ, মেষ্টা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ ও আব্দুল হামিদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক চান প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী শামছুল হক বিদ্যালয় মাঠে মাদক বিক্রি করে আসছিল। একই সঙ্গে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ওই মাঠে মাদক সেবনের আড্ডা বসিয়ে রাখতো। মাদক বিক্রির প্রতিবাদ করায় তিনি প্রধান শিক্ষকের ওপর হামলা চালায়। হামলাকারী মাদক ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তি ও এলাকা থেকে তাকে বিতাড়িত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, ঘটনার পর খবর পেয়ে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা আসলেও এখনো ওই মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়নি। দ্রুত সময়ের মধ্যে ওই হামলাকারী শামছুল হককে গ্রেপ্তারের দাবি জানান তারা। অন্যথায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন।