নকলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

নকলায় শিশদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সারাদেশের ন্যায় শেরপুরের নকলা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ১১ জানুয়ারি সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মজিবর রহমান, চিকিৎসক আব্দুল ওয়াদুদ, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, মেডিক্যাল টেকনোলজিষ্ট আবু কাওছার বিদ্যুৎসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মজিবর রহমান জানান, আজ নকলা উপজেলায় অস্থায়ী ২১৬টি ও স্থায়ী একটি ক্যাম্পের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৯০৩ জন শিশুকে লীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ২৩ হাজার ২৯৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে দুজন করে স্বেচ্ছাসেবক থাকবে।