ইসলামপুরে সংলাপ সহায়ক দলের সদস্যদের নিয়ে সিডস এর কর্মশালা

ইসলামপুরে সংলাপ সহায়ক দলের সদস্যদের কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

কৈশোরকালীন স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে জামালপুরের ইসলামপুর উপজেলায় উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের আওতায় ১৯ ডিসেম্বর কিশোরী সংলাপ কেন্দ্রর সহায়ক দলের সদস্যদের দায়িত্ব, কর্তব্য বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার বেলগাছা ইউনিয়নের বুরুল গ্রামে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংলাপ সহায়ক দলের সদস্য আসাদ মামুন।

এতে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোস্তফা।

কর্মশালায় সংলাপের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে দলের সদস্যদের দায়িত্ব, কর্তব্যসহ সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোকপাত করা হয়।

উল্লেখ, দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত মর্যাদা ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়তন (সিডস) প্রকল্পটি উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে বাস্তবায়ন করে আসছে।