ইসলামপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

ইসলামপুরে নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বিকাশের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডের গতিপ্রবাহ বৃদ্ধির লক্ষ্যে এবং নেতার সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে ৮ ডিসেম্বর জামালপুরের ইসলামপুর উপজেলায় নেতাদের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের আওতায় দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রকল্প কর্মকর্তা (জীবীকায়ন) মাজিদুল ইসলাম। প্রশিক্ষণে কুলকান্দি ইউনিয়নের আত্মনির্ভরশীল দলের ২০ জন সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেন। প্রশিক্ষণের সহায়কের দায়িত্ব পালন করেন সিডস প্রকল্পের ইসলামপুর উপজেলা সমন্বয়কারী শওকত ওসমান।

প্রশিক্ষণে নেতার, দায়িত্ব, কর্তব্য, গুণাবলী, কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হয়।

উল্লেখ, নরওয়ে ভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ‘মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সিডস)’ প্রকল্পটি জামালপুরে বাস্তবায়ন করছে উন্নয়ন সংঘ। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বলে সংস্থা সূত্র জানায়।