সরিষাবাড়ীতে রক্তক্ষয়ী সংঘর্ষ

সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন নারগীস বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২৯ নভেম্বর বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মানিকপটল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মানিকপটল গ্রামের মৃত কানু শেখের ছেলে আয়নাল শেখের দুই একর জমি প্রতিবেশী মজিবর রহমানের ছেলে মোতালেব রহমান প্রভাব খাটিয়ে জবর দখল করে নেয় ৬ বছর আগে। এ নিয়ে মোতালেব রহমানের (ভোলা মিয়া) সাথে র্দীঘদিন ধরে আয়নাল শেখের বিরোধ চলে আসছিল। জবর দখল করা দুই একর জমির প্রকৃত মালিক আয়নাল শেখ বাদী হয়ে মোতালেব রহমানকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালত এ মামলায় গত জুন মাসে আয়নাল শেখের পক্ষে রায় দেন। আদালত থেকে রায় পেয়ে ওই জমি দখলে যাওয়ার চেষ্টা করেন আয়নাল শেখ।

মোতালেব রহমান এলাকার প্রভাবশালী হওয়ায় আদালতের রায় তুয়াক্কা না করে আয়নাল শেখকে হত্যার হুমকি ধামকী দিয়ে আসছিলেন। পরে ২৯ নভেম্বর দুপুরে আয়নাল শেখ তার পরিবারের লোকজন ও স্থানীয় সর্মথক দলবল নিয়ে ওই জমি দখল করে বীজ বপন করেন। এ সংবাদ পেয়ে মোতালেব রহমান সংঘবদ্ধ লাঠিয়াল বাহিনী নিয়ে আয়নাল শেখের লোকজনের উপর চড়াও হয়ে হামলা চালান।

হামলায় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়। আহতরা হলেন- আব্দুল খালেক (৬০), ফুল মাহমুদ (৫২), সাবলু মিয়া (২৮), মোয়াজ্জেম হেসেন (৩০), নারগিস বেগম (৪০), বন্যা আক্তার (২৮), মেরীনা বেগম (৪১), বিলকিস বেগম (৪৫), হবিবুর রহমান (৪০), লাভলী বেগম (৩৫), রাশেদা বেগম (৪৮), তোফাজ্জল হোসেন (৩৫), জুলেখা বেগম (৫০), কবির মিয়া (৪০) ও আব্দুল্লাহ (৩০)।