পর্যবেক্ষক দলের সাথে জামালপুর জেলা মৎসজীবী দলের মতবিনিময় সভা

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বিএনপি ঘোষিত পর্যবেক্ষক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দল জামালপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর বিকেলে স্টেশনবাজার মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে জামালপুর জেলা মৎসজীবী দল।

জাতীয়তাবাদী মৎসজীবী দল জামালপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির পর্যবেক্ষক দলের সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য চিকিৎসক মো. মাজহারুল আলম, গাজীপুর জেলা জিয়া পরিষদের সভাপতি সফিকুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মন্ডল প্রমুখ। সভা সঞ্চালনা করেন মৎসজীবী দল জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক চিকিৎসক জুনায়েদ হোসেন।

মতবিনিময় সভায় জামালপুর জেলা মৎসজীবী দলের সহ-সভাপতি ছাইদুর রহমান, সহ-সভাপতি হাজি আব্দুল মালেক, হাবিবুল ইসলাম বুলু, যুগ্মসাধারণ সম্পাদক সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান বাবু, সদর উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রাজন আহাম্মেদসহ জেলা, উপজেলা, পৌর মৎসজীবী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলমুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। তারা আরো বলেন, দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই। তাই সকলকে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহবান জানান তারা।