জামালপুরে বাল্যবিয়ের হার ৫০% হ্রাস পেয়েছে মতবিনিময় সভায় প্রকাশ

বাল্যবিয়ে প্রতিরোধে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

প্রাকৃতিক দুর্যোগ, নারী, শিশু নির্যাতনের মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধির সাথে সাথে জামালপুরে বাল্যবিয়ের মাত্রা আশাব্যঞ্জক মাত্রায় হ্রাস পায়নি। ২০১৩ সালে জামালপুরে বাল্যবিয়ের হার ছিলো ৮১.৮২% যা বর্তমানে অর্ধেকে নেমে এসেছে বলে ৬ আগস্ট অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রকাশ করা হয়। ইউনিসেফ এর সহায়তা অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন স্থানীয় সরকারের উপপরিচালক মাহাম্মদ কবির উদ্দীন, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মছিরননেছা, ইউনিসেফ এশিয়া প্যাসিফিক আঞ্চলিক অফিসের প্রতিনিধি মিস ইনগ্রিড ফ্রিট গার্লড, জে জর্জশন, ইউনিসেফ ময়মনসিংহ বিভাগীয় প্রধান ওমর ফারুক, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা প্রমুখ।

সভায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানগণ উপস্থিত এবং সক্রিয় অংশগ্রহণ করে বাল্যবিয়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। গত বছর জামালপুর জেলাকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হলেও প্রতিদিন বাল্যবিয়ের খবর পাওয়া যাচ্ছে বলে সভায় উল্লেখ করা হলে জেলা প্রশাসক আহম্মেদ কবীর বলেন, আমরা খবর পাওয়ামাত্র বাল্যবিয়ে বন্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করছি।

এর আগে গত ৫ আগস্ট ইউনিসেফ বড় একটি দল উন্নয়ন সংঘের মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। কিশোরী দলের সভা, পথ নাটকসহ বিভিন্ন ধরণের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।