সরিষাবাড়ীতে ছয়জন ডেঙ্গু রোগী শনাক্ত

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু রোগীরা। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ছয়জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ৩১ জুলাই পর্যন্ত চারদিনে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ছয়জন রোগী সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ডেঙ্গু রোগীরা হলেন- টঙ্গী থেকে আসা সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের আল-আমিন হোসেন (১৭), ঢাকায় মহাখালি এলাকার গাড়িচালক মহাদান ইউনিয়নের হিরণ্য বাড়ি গ্রামের মোজাফফর হোসেন (৩০), চাকরির সাক্ষাৎকার দিয়ে ঢাকা থেকে ফিরে আসা পিংনা ইউনিয়নের পিংনা গ্রামের সিয়াম (২৮), মহাখালী মামার বাসায় বেড়াতে গিয়ে জ¦রে আক্রান্ত ভাটারা ইউনিয়নের মইিষাবাদুরিয়া গ্রামের শান্ত মিয়া (১৭), ঢাকা তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাতপোয়া ইউনিয়নের চর শিশুয়া গ্রামের নাজমুল হাসান (২৫) এবং ঢাকা তিতুমির কলেজের শিক্ষার্থী ডোয়াইল ইউনিয়নের ভবানিপুর গ্রামের রমজান আলী (১৮)।

তারা সবাই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়িতে এসে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এদিকে ৩১ জুলাই সকালে উন্নত চিকিৎসার জন্য শান্ত মিয়া, নাজমুল হাসান ও রমজান আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত মোজাফফরের মা কোহিনুর বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। দুই ছেলের গাড়ি চালিয়ে উর্পাজনের অর্থ দিয়ে সংসার চলে। এর মধ্যে এক ছেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে পড়েছে। না আছে টাকা। চিকিৎসার করবো কেমনে। সংসার চলবে কিভাবে।’ ছেলেকে নিয়ে এখন দিশেহারা মা কহিনুর বেগম।

সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক মো. লুৎফর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, গত চারদিনে ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তারা সবাই ঢাকায় থাকতো। ডেঙ্গু জ্বর নিয়ে সরিষাবাড়ীতে নিজনিজ এলাকায় ফিরে আসেন তারা। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।