সরিষাবাড়ীতে ১৩ গ্রামের মুসলিমদের ঈদুল ফিতর উদযাপন

সরিষাবাড়ীতে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সৌদি আরবের সাথে মিল রেখে ৪ জুন সকাল ৯টায় ১৩টি গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

দক্ষিণ বলারদিয়ার জামে মসজিদ মাঠের ইমাম মাওলানা আজিম উদ্দিন বলেন, আমার পিছনে ১৩টি গ্রামের ৬ শতাধিক মুছল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে।

দক্ষিণ বলারদিয়ার আজিম উদ্দিনের বাড়ি জামে মসজিদ সূত্রে জানা যায়, পৌরসভার দক্ষিণ বলারদিয়ার আজিম উদ্দিন মাস্টারের বাড়ি জামে মসজিদ মাঠে প্রতি বছরের ন্যায় এ বছরও মুলবাড়ি, বলারদিয়ার. সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ ও বাউসী, পুঠিয়ারপাড়, বগারপাড়, পাটাবুগা ১৩টি গ্রামের ৬ শতাধিক নারী ও পুরুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

দক্ষিণ বলারদিয়ার জামে মসজিদ মাঠে সকাল ৯টায় ইমাম মাওলানা আজিম উদ্দিন ঈদুল ফিতরের নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

sarkar furniture Ad
Green House Ad