ঈদ উপলক্ষে জামালপুর-শেরপুরে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল। ছবি : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুর ও শেরপুর জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প কর্তৃপক্ষ। ২৮ মে সকাল থেকে তারা এই কার্যক্রম শুরু করেছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে কেউ যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে সতর্ক থাকবে র‌্যাব সদস্যরা। জামালপুর ও শেরপুর জেলার গুরুত্বপূর্ণ স্থানে পেট্রোল কার্যক্রম জোরদার করার পাশাপাশি মোবাইল চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী পরিচালনা করা হচ্ছে। এছাড়াও মোটরসাইকেলে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এই অভিযানের আওতায় নিরাপত্তা প্রদানের মাধ্যমে চাঁদাবাজ ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং টিকেট কালোবাজারীদের গ্রেপ্তারের ব্যবস্থা জোরদার করা হয়েছে। এজন্য রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও শপিংমলগুলোয় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। সর্বসাধারণের জান ও মালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোন নাশকতামূলক ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম কঠোর হস্তে দমনে র‌্যাব -১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প দৃঢ় প্রতিজ্ঞ এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।