শেরপুরের বয়ড়া উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শিক্ষার্থীদের মাঝে সততার আলো ছড়িয়ে দিতে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্য বয়ড়া উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। ১৩ এপ্রিল বিকালে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মধ্যবয়ড়া উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় সততা স্টোর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুন।

মধ্য বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সততা স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ ফিরোজ আল মামুন।

এ সময় তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, বাল্যকাল এবং শিক্ষা জীবন থেকেই সুন্দর জীবন গড়তে সততাকে লালন করতে হবে। এ ছাড়াও শিক্ষা জীবন শেষে কর্মময় জীবন এবং সুন্দর সমাজ ও সোনার বাংলাদেশ গড়তে তোমাদের মেধাকে কাজে লাগাতে হবে। এ কারণে সর্বক্ষেত্রে মিথ্যাকে পরিহার করে সত্য কথা বলার আহবান জানান তিনি।

এ ছাড়া বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তপন সারোয়ার, মধ্য বয়ড়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি বাদশা মিয়া, ইমামবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মধ্য বয়ড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ামুল আলম।

এ দিন অতিথিদের বক্তব্য শেষে জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তপন সারোয়ার সকল শিক্ষার্থীদের দুর্নীতি প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান।