পুলিশের ডিআইজির মেলান্দহ থানা পরিদর্শন

থানা ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন ডিআইজি আবু হাসান মোহাম্মদ তারিক। ছবি : বাংলারচিঠি ডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠি ডটকম

বাংলাদেশ পুলিশের ডিআইজি (অর্থ-নির্মাণ) আবু হাসান মোহাম্মদ তারিক ১৯ মার্চ দুপুরে জামালপুরের মেলান্দহ থানার নির্মাণাধীন চারতলা ভবনের কাজ পরিদর্শন করেছেন।

থানা সূত্রে জানা গেছে, ডিআইজি আবু হাসান মোহাম্মদ তারিক ১৯ মার্চ দুপুরে মেলান্দহ থানা ভবনের নির্মাণ কাজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় অংশ নেন এবং পুলিশের খোঁজখবর নেন। এ সময় তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে টেকসই উন্নয়নের সকল কাজের গুণগত মান বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।

জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।