
শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে দেশকে বাল্যবিয়ে, যৌতুক, ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিতকরণ এবং মাদকমুক্ত করতে হবে। তিনি আরো বলেন, দুর্নীতি, ঘুষ এগুলোর বিরুদ্ধে সরকারি নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি। যদি কেউ এমন অপরাধ করে তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
১২ ফেব্রুয়ারি সকালে শেরপুরের নকলা উপজেলার প্রশাসনের আয়োজনে ইসলাম নগর সাইলামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাল্যবিয়ে, যৌতুক, ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিতকরণ এবং মাদকবিরোধী আলোচনা সভা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টিফিনবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদ্দি, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার প্রমুখ।
এ সময় শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।