আইজিপি ব্যাজ পাচ্ছেন ওসি বিপ্লব

ওসি বিপ্লব কুমার বিশ্বাস

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ পাচ্ছেন বিপ্লব কুমার বিশ্বাস। তিনি শেরপুরের ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত রয়েছেন। আগামী ৬ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহা পুলিশ পরিদর্শক তাকে এ ব্যাজ পরিয়ে দিবেন।

এর আগে বিপ্লব একই থানায় দায়িত্ব পালনকালে দুইবার ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হন। গত ৩১ জানুয়ারি রাতে পুলিশ সদর দফতরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা, সততা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকা- ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তাকে এই পদক প্রদান করা হলো।

sarkar furniture Ad
Green House Ad