বিএনপি মানেই পোড়া লাশের গন্ধ : মতিয়া চৌধুরী

নির্বাচনী শেষ জনসভায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। ছবি : বাংলারচিঠি ডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, দেশের মানুষ আর পোড়া লাশের গন্ধ চায়না। বিএনপি মানেই পোড়া লাশের গন্ধ।

তিনি ২৭ ডিসেম্বর সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে উপজেলা আওয়ামী লীগ অয়োজিত নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার হাতে যতদিন দেশ, ততদিন নিরাপদ বাংলাদেশ। কারণ শেখ হাসিনা থাকলে কৃষকের হাতে ধান থাকে। শেখ হাসিনা থাকলে ছাত্রদের হাতে নতুন বই থাকে। শেখ হাসিনা থাকলে মায়েরা নিরাপদ মাতৃত্বকালীন ভাতা পায়। আর শেখ হাসিনা মানেই দেশের উন্নয়ন। তাই তিনি সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

এদিন নৌকা প্রতীকের প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়। নালিতাবাড়ী পৌর শহর মিছিলের শহরে পরিণত হয়। ঢাকের তালে, বাঁশির সুরে ‘নৌকা নৌকা’ শ্লোগানে মুখরিত হয় উঠে সারা শহর। মতিয়া চৌধুরীর আগমনের সাথে সাথে শহীদ মিনার মাঠে নামে জনতার ঢল। জনসভায় ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা বৈঠা হাতে নৌকার মিছিল নিয়ে অংশগ্রহণ করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম উকিল, জ্যেষ্ঠ সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা, যুগ্মসাধারণ সম্পাদক যোগেন রায়, মোশারফ হোসেন, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দীক, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বকুল প্রমুখ।