কামলি হয়ে আপনাদের সেবা করতে চাই : মতিয়া চৌধুরী

পথসভায় বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। ছবি : বাংলারচিঠি ডটকম

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

জনগণের ভোটে নির্বাচিত হয়ে কামলি হয়ে (কাজের লোক) সেবা করতে চেয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি ১৯ ডিসেম্বর দুপুরে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের কোদালধোয়া বাজারে পথসভায় এ অভিমত ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দিন। যেন সে সরকার গঠন করতে পারে।

কৃষিমন্ত্রী বলেন, অতীতেও আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে সেবা করেছি। আবারো নির্বাচিত হলে কামলির মত আপনাদের উন্নয়নে কাজ করে সেবা করতে চাই। বাসা বাড়িতে কাজের লোক যেরকম সেবা দিয়ে মানুষের উপকার করে, তেমনি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে নকলা-নালিতাবাড়ীর মানুষের জন্য কাজ করে যেতে চাই।

এই সময় পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মাহবুবুল আলম সোহাগ, উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক হীরা প্রমুখ।

বক্তারা সবাই নৌকা মার্কায় ভোট চেয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

এদিন মতিয়া চৌধুরী উপজেলার উরফা ইউনিয়নের বিরনের ঘাট, কোদালধোয়া বাজার, পিছলাকুড়ি বাজার, তারাকান্দা বাজার, লয়খা উচ্চ বিদ্যালয় মাঠ, বার মাইসা বাজারসহ মোট ১০টি নির্বাচনী পথসভায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এবং শেখ হাসিনা সরকারের সাফল্য তুলে ধরেন উপস্থিত জনতার মাঝে।