সকল ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করেন : মির্জা আজম

সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী ( জামালপুর ) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মনোনীত নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে । তাই সকল ভেদাভেদ ভুলে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে নিতে হবে ।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এসব কথা বলেন। ৩০ নভেম্বর সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (গণময়দান) সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দিনব্যাপী এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী আরো বলেন, তারেক রহমান লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীরা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে যুদ্ধাপরাধী ও জঙ্গিদের হাতে ধানের শীষ তুলে দিয়েছে। বিএনপি-জামায়াতের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ , সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী , সহসভাপতি আশরাফ হোসেন তরফদার, যুগ্মসাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা , সাংগাঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

সভায় অংশ নেয়া নেতাকর্মীবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

এ ছাড়া অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সাবেক সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান হেলাল, মুক্তিযোদ্ধা এম এ লতিফ, সাংগাঠনিক সম্পাদক আনিছুর রহমান এ্যালিন , রফিকুল ইসলাম , পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, সহসভাপতি ও পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রুকন, জেলা ছাত্রলীগের সভাপতি মাকছুদ বিন জালাল প্লাবনসহ জেলা-উপজেলার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

দলীয় সূত্রে জানা গেছে, বিশেষ বর্ধিত সভাটি মূলত মনোনয়ন প্রতিযোগিতায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বিধাদ্বন্দ্ব দূর করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ ।


বাংলারচিঠি ডটকমের ফেসবুক পাতা